বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

এক ঢাই মাছেই লাখপতি জেলে জীবন হালদার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম
২২ কেজি ৬০০ গ্রাম ওজনের ঢাই মাছ
expand
২২ কেজি ৬০০ গ্রাম ওজনের ঢাই মাছ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার চরকর্ণেশন এলাকায় পদ্মা নদীতে জাল ফেলেই ভাগ্য খুলে গেল জীবন হালদার নামের এক জেলের।

তাঁর জালে ধরা পড়ে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বিশাল ঢাই মাছ। আর মাছটি নিলামে বিক্রি হয় এক লাখ তিন হাজার ৯৬০ টাকায়।

পরে মাছটি আরেক দফায় বিক্রি হয় এক সিঙ্গাপুরপ্রবাসীর কাছে, যার কাছ থেকে পাওয়া যায় এক লাখ নয় হাজার টাকা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি কিনে নেন স্থানীয় আড়তদার আনোয়ার হোসেন আনুর নিলাম থেকে।

শাহজাহান শেখ জানান, ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে তিনি মাছটি কিনেছিলেন। পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ৪ হাজার ৮০০ টাকা কেজি দরে সেটি বিক্রি করা হয় সিঙ্গাপুরপ্রবাসী ক্রেতার কাছে। ক্যাশ-অন ডেলিভারিতে মাছটি পাঠানো হয়েছে ওই প্রবাসীর নারায়ণগঞ্জের বাড়িতে।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, “পদ্মা নদীতে এ ধরনের বড় ঢাই মাছ সচরাচর মেলে না। তবে সাম্প্রতিক সময়ে মাঝেমধ্যে পদ্মায় বড় আকারের নানা প্রজাতির মাছ ধরা পড়ছে। ঢাই মাছ মিঠা পানির অন্যতম সুস্বাদু মাছ।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X