শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ এএম
expand
রাজবাড়ীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে

রাজবাড়ীতে হঠাৎ বেড়ে গেছে ডেঙ্গুর প্রকোপ। জেলা সদর হাসপাতালসহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা চিকিৎসাধীন রয়েছেন। গত এক মাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জুলাই মাসে চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী ছিলেন ৩৮ জন, আগস্টে তা বেড়ে দাঁড়ায় ৬১ জনে। চলতি বছরের মে মাসে আক্রান্ত ছিলেন ৫ জন এবং জুলাই মাসে ৮ জন। এছাড়া আগস্টে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন আরও ৪ জন। এ পর্যন্ত জেলায় মোট ১২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রোগী অনিক মাহমুদ জানান, চার দিন ধরে চিকিৎসাধীন আছেন। প্রতিদিন প্লাটিলেট পরীক্ষা করা হচ্ছে এবং এখন কিছুটা সুস্থতার দিকে আছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, জেলার বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীরা আসছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জানান, “এখন ডেঙ্গুর মৌসুম চলছে। তবে জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মৃত্যুর মতো কোনো ঘটনা ঘটেনি। আরও দুই মাস পর মৌসুম শেষ হবে।”

এদিকে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. তায়েব আলী বলেন, পর্যাপ্ত কাভার্ডভ্যান ও মশকনিধন ওষুধের অভাবে পৌর এলাকায় পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। কয়েকটি ফগার মেশিন থাকলেও সচল রয়েছে মাত্র দুটি। নতুন সরঞ্জাম পেলে কার্যক্রম জোরদার করা সম্ভব হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন