শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তার দুপাশে রাখা পাটকাঠিতে বাড়ছে দুর্ঘটনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ এএম
expand
রাস্তার দুপাশে রাখা পাটকাঠিতে বাড়ছে দুর্ঘটনা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর–বহরপুর সড়কের দুপাশে পাটকাঠির স্তুপ ফেলে রাখায় যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। এতে গত এক সপ্তাহে অন্তত ১০ জন দুর্ঘটনায় আহত হয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, চার কিলোমিটার দীর্ঘ এ সড়কের দুই পাশে পাটকাঠি রাখার কারণে প্রায় চার ফুট করে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। ফলে পথচারী ও যানবাহন চালকদের চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। অনেক স্থানে স্তুপ থেকে পাটকাঠি রাস্তার ওপর পড়ে আছে, যা দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দা আজিবর মণ্ডল জানান, আগে কৃষকেরা নদীপথে পাটকাঠি পরিবহন করতেন। এখন রাস্তা হওয়ায় অনেকে সড়কের পাশেই তা মজুত করছেন। এতে দর্শনার্থী ও পথচারীরা ভোগান্তিতে পড়ছেন।

বহরপুর আবাসন এলাকার বাসিন্দা সুজয় হালদার বলেন, রাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা। দ্রুত পাটকাঠি সরানো জরুরি হয়ে পড়েছে। ভ্যানচালক রহমত আলী জানান, রাস্তার বাঁকে সামনে কী আছে বোঝা যায় না, এতে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে।

অন্যদিকে, কৃষকেরা জানান, আশপাশে জলাবদ্ধতা থাকায় খোলা জায়গার অভাবে সড়কের পাশ ছাড়া পাটকাঠি রাখার বিকল্প নেই। তবে আইনজীবীদের মতে, সড়কের পাশে পণ্য বা ফসল রাখা দণ্ডনীয় অপরাধ হলেও তদারকির অভাবে তা কার্যকর হচ্ছে না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি নজরে এসেছে। সড়ক সংকোচন রোধে এবং দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন