

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের চরাঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষ বহুদিন ধরে সেতুর অভাবে চরম দুর্ভোগে রয়েছেন।
হিরু মোল্লার ঘাটে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের হলেও আশ্বাস ছাড়া কোনো অগ্রগতি না হওয়ায় হতাশায় ডুবে আছেন স্থানীয়রা।
রতনদিয়া ইউনিয়নের প্রায় অর্ধেক এলাকা পদ্মার চরের ওপর অবস্থিত। এখানে তিনটি স্কুল, কয়েকটি বাজার ও হাজারো পরিবার রয়েছে। প্রতিদিন শত শত মানুষ এই ঘাট দিয়ে পারাপার হয়। বর্ষা মৌসুমে নৌকাই একমাত্র ভরসা, ফলে শিক্ষার্থী, রোগী ও প্রসূতিদের চলাচলে ভয়াবহ দুর্ভোগ দেখা দেয়। কৃষিপণ্য পরিবহনেও বড় সমস্যা তৈরি হয়।
স্থানীয় বাসিন্দা আজিজুল বেপারী বলেন, “প্রতিবছর বর্ষায় প্রতিশ্রুতি পাই, কিন্তু শুষ্ক মৌসুমে আর কোনো কাজ শুরু হয় না।” অপর এক যাত্রী রোজিনা আক্তার জানান, “সেতু হলে আমাদের কষ্ট অনেকটাই কমে যেত।”
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ বলেন, “নকশা পরিবর্তনের কারণে বিলম্ব হয়েছে। এখন বর্ষায় কাজ সম্ভব নয়, তবে শুষ্ক মৌসুমে দ্রুতই কাজ শুরু হবে।”
তবে এলাকাবাসীর দাবি, প্রতিশ্রুতি নয়—অবিলম্বে কাজ শুরু করে ভোগান্তির অবসান ঘটাতে হবে। একটি সেতুই বদলে দিতে পারে পদ্মার চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা।
মন্তব্য করুন

