

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, পুলিশের ওপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় প্রায় ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার জনের নামে মামলা করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মো. রাকিবুল ইসলাম।
তিনি জানান, হামলায় পুলিশের অন্তত ১০ থেকে ১২ জন সদস্য আহত হয়েছেন এবং দুইটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, শুক্রবার বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলার দরবারে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের ওপর হামলা হয় এবং দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি তদন্তাধীন, আসামিদের ধরতে তৎপরতা চলছে।
এদিকে হামলা, অগ্নিসংযোগ এবং কবর থেকে মরদেহ উত্তোলন করে পোড়ানোর পর বর্তমানে গোয়ালন্দে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দরবার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কৌতূহলী মানুষের ভিড় এখনও অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলার দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এ সময় সংঘর্ষে একজন নিহত এবং উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হয়। পরে মরদেহ কবর থেকে উত্তোলন করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
মন্তব্য করুন

