

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কোনো তদবির বা সুপারিশ ছাড়াই শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ১৭ জন গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে উপজেলা প্রশাসন।
বুধবার (২৮ জানুয়ারি) ইন্দুরকানী উপজেলা মডেল মসজিদের হলরুমে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে নারী ও পুরুষ মিলিয়ে মোট ৭০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই শেষে ১৭ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে ২ জন নারী ও ১৫ জন পুরুষ রয়েছেন। উপজেলার চারটি ইউনিয়নে এসব গ্রাম পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন,“আমাদের লক্ষ্য ছিল সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করা। সবার সহযোগিতায় নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। প্রকৃত মেধাবী প্রার্থীরাই একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই চাকরি পেয়েছেন।”
মন্তব্য করুন
