শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দুরকানীতে স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রাম পুলিশ নিয়োগ পেলেন ১৭ জন

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম
গ্রাম পুলিশ নিয়োগ পরিক্ষা চলছে
expand
গ্রাম পুলিশ নিয়োগ পরিক্ষা চলছে

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কোনো তদবির বা সুপারিশ ছাড়াই শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ১৭ জন গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে উপজেলা প্রশাসন।

বুধবার (২৮ জানুয়ারি) ইন্দুরকানী উপজেলা মডেল মসজিদের হলরুমে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে নারী ও পুরুষ মিলিয়ে মোট ৭০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই শেষে ১৭ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ২ জন নারী ও ১৫ জন পুরুষ রয়েছেন। উপজেলার চারটি ইউনিয়নে এসব গ্রাম পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন,“আমাদের লক্ষ্য ছিল সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করা। সবার সহযোগিতায় নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। প্রকৃত মেধাবী প্রার্থীরাই একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই চাকরি পেয়েছেন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X