

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর পটুয়াখালীর দুমকিতে শহীদ জসিমের বাবা ও তার পরিবারের সদস্য স্বস্তির অনুভূতি প্রকাশ করেছেন।
জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় ঢাকার মোহাম্মদপুর চৌরাস্তায় পুলিশের গুলিতে প্রাণ হারান জসিম। তার বাবা সোবহান সোমবার রায় ঘোষণার পর কান্নাজড়িত কণ্ঠে বলেন, আল্লাহ ন্যায়বিচার করছে। হাসিনারে দেশে আইনা ফাঁসি দিলে ছেলের আত্মা শান্তি পাইবে। এই রায় আমার কাছে সঠিক বিচার হিসেবেই মনে হইছে।
স্থানীয়দের মতে, সোবহানের এই কথাগুলো শুধু একজন পিতার শোক নয়, বরং গত বছরের গণঅভ্যুত্থানে নিহত বহু পরিবারের দীর্ঘদিনের অপেক্ষার বহিঃপ্রকাশ।
উল্লেখ্য, জুলাই–আগস্টের আন্দোলনের মধ্যেই মোহাম্মদপুরে গুলিতে নিহত হন জসিম। ন্যায়বিচার ও সামাজিক বৈষম্যহীনতার দাবিতে রাস্তায় নেমে আসা সাধারণ মানুষের একজন ছিলেন তিনি।
দীর্ঘ সময় পর সেই সময়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ ঘোষণায় পরিবারটি এক ধরনের প্রতিকার পেয়েছে বলে মনে করছে।
মন্তব্য করুন
