শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম
বিক্ষোভ মিছিল
expand
বিক্ষোভ মিছিল

জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয়তাবাদী কর্মচারী ও কর্মকর্তা ফোরামের উদ্যোগে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত বাংলার পাদদেশে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সংস্থাপন শাখার সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহিদ, জাতীয়তাবাদী কর্মচারী ফোরামের নেতা মেজবাহ উদ্দিন খান জসিম, মাহবুবুর রহমান, মোশারেফ হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, গত ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত রয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কর্মচারী-কর্মকর্তারা চরম আর্থিক সংকটে জীবনযাপন করছেন। নবম পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের হাতে থাকা এবং বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে।

তারা আরও বলেন, এ পরিস্থিতিতে জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ আরও বাড়িয়ে দিয়েছে। অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার করে ১ জানুয়ারি থেকে কার্যকর করার শর্তে বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান বক্তারা। সমাবেশ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও পুনর্ব্যক্ত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X