

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণভোটে ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে, আপনি কি এমন বাংলাদেশ চান, যেখানে- তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেশব্যাপী গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম চলমান রয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর, আনন্দঘন ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক জনসচেতনতায় এক বিশাল ওপেন এয়ার কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বরিশাল বিভাগীয় জনপ্রিয় এক শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় এটি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদই হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন, ইন্টারনেট সেবা কখনও বন্ধ করা যাবে না। দ-প্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। এছাড়াও ‘হ্যাঁ’ ভোট দিলে উপরের সবকিছু পাবেন। ‘না’ ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে।
গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম ও ওপেন এয়ার কনসার্ট অনুষ্ঠান'টি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বিকাল পাঁচটায় শুভ উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, কৃষি অফিসার আরজু আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম সগীর, উপজেলা প্রকল্প বাস্তবায়রন কর্মকর্তা মো. আবু জাফর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) জাকির হোসাইন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুনতাসীর মামুন প্রমূখ।
এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
