রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে শূন্যরেখা অতিক্রমকালে চোরাকারবারী আটক

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম
চোরাকারবারীকে আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)
expand
চোরাকারবারীকে আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)

পঞ্চগড় সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে ফেরত আসার সময় মো. বুলু (৩৫) নামে এক গরু চোরাকারবারীকে আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।

আজ শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপত্তির মাধ্যমে বিজিবি বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার ভোররাতে জেলার সদর উপজেলার আবালুপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়৷

বিজিবি জানায়, পঞ্চগড় সদর থানার ভিতরগড় এলাকার একটি সংঘবদ্ধ চক্র নিয়মিতভাবে গরু চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এর অংশ হিসেবে ২২ নভেম্বর ভোররাতে আটজন চোরাকারবারী ভারতে প্রবেশ করলে প্রতিপক্ষ বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে।

ধাওয়া খেয়ে তারা সীমান্ত পিলার ৭৪৪/৮-আর এলাকা হয়ে আবালুপাড়া দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় ভিতরগড় বিওপির একটি চৌকস টহলদল অভিযান পরিচালনা করে মো. বুলু (৩৫) নামে ওই গরু কারবারিকে আটক করতে সক্ষম হয়।

জানা গেছে,আটক মো. বুলু পঞ্চগড়ের সদর উপজেলার অমরখানা ইউনিয়নের পকলাভিটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরও সাতজন চোরাকারবারী পালিয়ে যায়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বুলু স্বীকার করেন যে তিনি এবং আবালুপাড়া ও সোখদেবপাড়ার জসিম (৪০), মইদল (৩৫), সংগ্রাম (৩২), সাদেক (৩২), আবু খায়ের (২৮), আশরাফুল এবং বাপ্পি (১৫) গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিলেন।

এদিকে ঘটনার পর আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। যে কোনো মূল্যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

এদিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেন৷

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন