

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভূমি সেবায় বিশেষ অবদান রাখায় পঞ্চগড়ের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) সাবেত আলীকে স্বীকৃতিস্বরূপ পুরস্কারের জন্য মনোনীত করেছে ভূমি মন্ত্রণালয়৷ বিভাগীয় কমিশনারের কার্যালয় কতৃক এক চিঠিতে, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের কর্মকর্তা–কর্মচারীদের মধ্যে থেকে বিশেষ অবদান বিবেচনায় এ মনোনয়ন দেয়া হয়।
বদলি জনিত কারণে গত রোববার বিকেলে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেন জেলা প্রশাসক সাবেত আলী । সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবেও যোগদান করেন৷
এদিকে জেলা প্রশাসক পদে দায়িত্ব ছেড়ে নতুন কর্মস্থলে যোগদানের এক দিন পরই তিনি পেলেন এই বিশেষ অবদানের স্বরুপ পুরস্কার পাওয়ার ডাক৷
বিভাগীয় কমিশনারের পাঠানো চিঠিতে জানানো হয়েছে,আগামী ২৪ নভেম্বর সকাল ১০টার মধ্যে তেজগাঁওয়ের ভূমি ভবনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মনোনীত কর্মকর্তাদের স্ব-স্ব কর্মস্থল থেকে অবমুক্ত করা হয়েছে।
সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) সাবেত আলীর এই স্বীকৃতির মূল কারণ হলো,তিনি এক বছর আগে পঞ্চগড় সদর উপজেলা ভূমি অফিসে দেশের প্রথমবারের মতো ‘কর্পোরেট সেবা পদ্ধতি’ চালু করেন, যার ফলে ভূমি সেবায় ঘটে উল্লেখযোগ্য পরিবর্তন।
জানা যায়,এক সময় ভূমি অফিস মানেই ছিল দীর্ঘসূত্রতা, হয়রানি ও অতিরিক্ত খরচ। সেবাগ্রহীতাদের দিনের পর দিন বিভিন্ন কক্ষে ঘুরতে হতো, ফাইল আটকে থাকত এক টেবিল থেকে আরেক টেবিলে। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হতো ।কিন্তু বর্তমানে পঞ্চগড় সদর উপজেলা ভূমি অফিসে সেই চিত্র আমূল বদলে গেছে।
ডিসি সাবেত আলীর দিকনির্দেশনা ও পরিকল্পনায় চালু করা হয় কর্পোরেট সেবা পদ্ধতি৷ যেখানে একই রুমে সব কর্মকর্তা বসে সেবা প্রদান করছেন। সহকারী কমিশনার (ভূমি) এর সামনেই ধাপে ধাপে প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সেবাগ্রহীতাদের আর কক্ষ থেকে কক্ষে ঘুরতে হচ্ছে না।
সেবাপ্রার্থীরা প্রথমে হেল্প ডেস্কে তথ্য জেনে নির্দিষ্ট ডেস্কে যাচ্ছেন। অফিসের ভেতরের ডিজিটাল স্ক্রিনে যে কেউ অনলাইনে নিজেদের প্রয়োজনীয় তথ্য দেখে নিতে পারছেন। পরে জমির খারিজ, নামজারি, সংশোধনসহ সব সেবা পাচ্ছেন একই কক্ষে।
ভূমি অফিসের কর্মকর্তারা বলছেন, নতুন পদ্ধতিতে কাজের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফাইল জট কমেছে, সময় বেঁচেছে, অভিযোগও কমেছে। জেলা প্রশাসন ভবিষ্যতে ভূমি সেবা আরও আধুনিক ও সহজিকরণের উদ্যোগ নিয়েছে বলেও জানান কর্মকর্তারা।
বিদায়ী জেলা প্রশাসক সাবেত আলী বলেন,গ্রামীণ জনপদে ভূমি-সেবা সহজিকরণের জন্য দেশের প্রথমবারের মতো পঞ্চগড়ে কর্পোরেট সেবা পদ্ধতি চালু করে এসেছি। এতে জনগণ দ্রুততম সময়ে হয়রানিমুক্ত সেবা পাচ্ছে। এটি ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
মন্তব্য করুন