সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তেতুলিয়ায় ধর্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি:
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম
ধর্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
expand
ধর্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ ও পরবর্তীতে অন্তঃসত্তা করে ফেলার ঘটনায় এলাকাবাসী এবং শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয় ও শালবাহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় দাখিল মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয়দের উদ্যোগে শালবাহান বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্ত আব্দুস সোবহানের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার দাবি করে নানা স্লোগান দেন। “ধর্ষকের ফাঁসি চাই”, নারীর প্রতি সহিংসতা বন্ধ করো”, “আমাদের বোনের ন্যায়বিচার চাই এসব শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মানববন্ধনে বক্তারা বলেন,একজন দাদার বয়সী মানুষ যেভাবে নিষ্ঠুরভাবে একটি অষ্টম শ্রেণির মেয়েকে নির্যাতন করেছে, তা মানবতার জন্য লজ্জাজনক। এমন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এ ধরনের অপরাধ বাড়বে।

তারা আরও বলেন,এটি কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি নৃশংস সামাজিক ব্যাধি। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি। যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি বিচার হয় এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী ছাড়াও নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এর আগে শনিবার রাতে পুলিশ তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকা থেকে ধর্ষণের মামলার একমাত্র আসামি আব্দুস সোবহান (৫৭)-কে গ্রেপ্তার করে। তিনি তিরনইহাট ইউনিয়নের রওশনপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজির হোসেন জানান,ধর্ষণের ঘটনায় মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃত সোবহানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন