শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়নমূলক কাজে প্রতিযোগিতা করুন: সারজিস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:১৯ পিএম
expand
উন্নয়নমূলক কাজে প্রতিযোগিতা করুন: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রোববার (৫ অক্টোবর) তেঁতুলিয়ায় উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সকলের অংশগ্রহণ ও প্রতিযোগিতার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “ভালো কাজের পেছনে কেউ বাধা হয়ে দাঁড়াবেন না। বরং তেঁতুলিয়ায় উন্নয়নমূলক কাজকে সামনে নিয়ে আসার প্রতিযোগিতা হওয়া উচিত।”

এই মন্তব্য তিনি তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলা চৌরাস্তা বাজারে আয়োজিত একটি মতবিনিময় সভায় করেন। সভায় তেঁতুলিয়া উপজেলার মসজিদ, মন্দির, গির্জা ও ঈদগাহ মাঠের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ ও তা প্রাপ্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

সারজিস আলম জানান, চলতি অর্থবছরের প্রথম দফায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তেঁতুলিয়ার ১৬টি মসজিদ, দুটি ঈদগাহ, একটি মন্দির ও একটি গির্জার জন্য অর্থ বরাদ্দ এসেছে। প্রতিটি প্রতিষ্ঠান ৩ লাখ টাকা পাবেন। তিনি আশা প্রকাশ করেন, “১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জেলা প্রশাসন ও স্থানীয় সরকার কার্যালয়ের মাধ্যমে বরাদ্দ পাওয়া শুরু করবে।”

তিনি আরও হুঁশিয়ারি দেন, “অর্থ উত্তোলনের সময় যদি কোনো অফিসে ঘুষ চাওয়ার চেষ্টা করা হয়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তেমনি মসজিদ, মন্দির, গির্জা বা ঈদগাহ কমিটির কেউ অর্থ আত্মসাতের চেষ্টা করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সারজিস আলম সব রাজনৈতিক দলকে সতর্ক করেন, “বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি বা ইসলামী আন্দোলন—দল দেখে নয়, উন্নয়ন দেখে কাজ করা উচিত। একসঙ্গে কাজ করলে তেঁতুলিয়াকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে নেওয়া সম্ভব।”

সভায় উপস্থিত ছিলেন এনসিপির তেঁতুলিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সমন্বয়কারী মো. আব্দুল মতিন ও মো. সাজিদুর রহমান এবং পঞ্চগড় জেলা যুব শক্তির যুগ্মসচিব মো. হযরত আলী। সভা শেষে সারজিস আলম স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা পরিষদ থেকে পাওয়া বরাদ্দের বিস্তারিত তালিকা উপস্থিত সদস্যদের পড়েও দেখান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন