শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে যোগদান করলো বিএনপির অর্ধশতাধিক নেতকর্মী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ এএম
expand
জামায়াতে যোগদান করলো বিএনপির অর্ধশতাধিক নেতকর্মী

পাবনার চাটমোহরে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় বিএনপিপন্থী নেতাকর্মী ও সমর্থকরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মূলগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মো. হোসাইন আহম্মেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলি আজগর।

চাটমোহর উপজেলা জামায়াতের আমির মওলানা মো. আব্দুল হামিদ জানান, জামায়াতের ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি থেকে প্রায় ৫০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, পৌর শাখার সভাপতি মো. সোলায়মান হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, খেলাফত মজলিসের সভাপতি মুফতি মো. মফিজ উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের সদস্য ওলিউল্লাহ সরকার প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন