শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনা ৫ আসনে মনোনয়ন ফরম তুললেন শিমুল বিশ্বাস

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
শিমুল বিশ্বাস
expand
শিমুল বিশ্বাস

পাবনা সদর আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদস্য সচিব এড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক শেখ আবু ওবায়দা তুহিন ও সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক সহ অনেকেই।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের তিনি বলেন, বিগত পাঁচটি নির্বাচনে ভোট হয়নি। দিনের ভোট রাতে হয়েছে, বাইরে থেকে বসিয় দিয়ে ভোটবিহীন সরকার গঠন করা হয়েছে। তবে এবার আমরা সুন্দর একটি ভোট প্রত্যাশা করছি।

তিনি বলেন, ষড়যন্ত্র ছিলো, আছে এবং থাকবে। আমরা এ নিয়ে বিচলিত নই। পতিত স্বৈরাচার সরকার আমাদের নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। ১২শ নেতাকর্মী গুম হয়েছেন, ১০ হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন। বেগম খালেদা জিয়া পর্যন্ত জেল খেটেছে। বিএনপির ত্যাগের শেষ নেই। এরপরও আমরা শুধু বিএনপি নয়, সবাইকে নিয়ে দেশটা গড়তে চাই।

মসজিদের ইমাম সহ ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের সরকারি ভাতা, কৃষকদের কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড সহ দেশের মানুষের মোলিক অধিকার নিশ্চিত করা হবে। তারেক রহমানের স্পষ্ট বার্তা- দুর্নীতিগ্রস্থদের রাজনীতির দিন শেষ। একটি নিরাপদ দেশ গড়া হবে। এজন্য দেশের মানুষের সহযোগিতা প্রয়োজন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে একটি নিরাপদ ও উন্নত দেশ গড়তে সহযোগিতা করুন। এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়াও প্রার্থনা করেন এ শ্রমিক নেতা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X