

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের প্রার্থীতা বাতিলের দাবিতে ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন এই আসনের ভোটাররা।
শুক্রবার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে কয়েকশ’ ব্যক্তি অংশ নেন। তারা অভিযোগ করেন, নোয়াখালী-৫ আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি এলাকাবাসীর কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম বলেন, “ঢাকায় যারা বিক্ষোভ করেছেন, তারা এলাকায় খুব বেশি উপস্থিত থাকেন না। এলাকার কোনো পদে তারা নেই।
যারা দলের পদে আছেন, তারা আমার সঙ্গে আছে। দল মনোনয়ন দেওয়ার আগে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অঙ্গীকার করেছি, দল যাকে মনোনয়ন দেবে আমরা তাকে মেনে নেব। এখন দলের সিদ্ধান্ত যারা অমান্য করছেন, তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নেবে।”
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা ফখরুল ইসলামের মনোনয়ন অবিলম্বে পুনর্বিবেচনা ও বাতিল করার জোর দাবি জানান। তারা বলেন, “এই মনোনয়ন স্থানীয় রাজনীতির বাস্তবতা ও জনচাহিদাকে অমান্য করে দেওয়া হয়েছে। এমন সিদ্ধান্ত দলকে মাঠে মারাত্মক সংকটে ফেলবে।”
কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয়তাবাদী ঢাকা ফোরামের সভাপতি ইব্রাহিম খলিল সাহেদ গণমাধ্যমকর্মীদের বলেন, “নোয়াখালী-৫ আসনের জনগণের সঙ্গে যার কোনো যোগাযোগ নেই, তাকে মনোনয়ন দিয়েছে দল। দল এমন সিদ্ধান্ত চাপিয়ে দিলে দলের জন্য সমস্যা সৃষ্টি হবে।”
সংগঠনের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদল অভিযোগ করেন, “এই মনোনয়ন তৃণমূলের মতামতকে উপেক্ষা করেছে। আমরা এই প্রার্থিতা মানি না।”
সাবেক উপজেলা বিএনপি সদস্য নাজিমুদ্দিন বলেন, “এমন বিতর্কিত মনোনয়ন দিয়ে নোয়াখালীর রাজনীতি আরও জটিল করা হচ্ছে।”
সাবেক ছাত্রনেতা নুর উদ্দিনের দাবি, “এই আসনে গ্রহণযোগ্য ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। ব্যক্তিকে প্রাধান্য দিতে গিয়ে দলের স্বার্থ ক্ষুণ্ণ করা যাবে না।”
মন্তব্য করুন