শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্র সংগঠনের মিছিল, আটক ৩

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম
নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হঠাৎ মিছিল
expand
নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হঠাৎ মিছিল

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ হঠাৎ মিছিল বের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে প্রায় ২০-২৫ জনের একটি দল ব্যানার ও লিফলেট হাতে চৌমুহনীর রেলস্টেশন রোড থেকে মিছিল শুরু করে। তারা আওয়ামী লীগের সমর্থনে ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এরপর মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে করিমপুর এলাকায় প্রবেশ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। সূত্র জানায়, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাবের তত্ত্বাবধানে এ মিছিল অনুষ্ঠিত হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকায় এটিই প্রথম প্রকাশ্য মিছিল।

নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক বলেন, “তিনজনকে আটক করা হয়েছে, বাকিদেরও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন