শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় প্যাড ব্যবহারের অভিযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ এএম
অভিযুক্ত নুরুল আলম সিকদার
expand
অভিযুক্ত নুরুল আলম সিকদার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘাট দখল ও চাঁদাবাজির অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে জেলা বিএনপির অফিসিয়াল প্যাড ব্যবহার করে বিবৃতি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক উপজেলা আহ্বায়ক নুরুল আলম সিকদারের বিরুদ্ধে।

গত ২৬ আগস্ট তিনি নিজের স্বাক্ষরিত দুটি বিবৃতি ফেসবুকে প্রকাশ করলে জেলা বিএনপির ভেতরে সমালোচনা শুরু হয়। জেলা নেতারা জানান, সংগঠনের প্যাড ব্যবহারের নিয়ম নির্দিষ্ট, অথচ নুরুল আলম ব্যক্তিগত স্বার্থে তা ব্যবহার করেছেন।

বিবৃতিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করে গণমাধ্যমে আসা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন। তবে এর আগে চরএলাহী ঘাট দখল ও চাঁদাবাজির ঘটনায় স্থানীয় বিএনপি-যুবদলের সংঘর্ষে দুই নেতার মৃত্যু ও একাধিক আহতের ঘটনা প্রকাশিত হয়।

এ প্রসঙ্গে নুরুল আলম বলেন, “আমি প্যাড ব্যবহার করেছি, এটা ঠিক। তবে এর নিয়ম মানা হয়নি কি না, সেটা দলের সিদ্ধান্ত।” অন্যদিকে জেলা বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া কেউ এই প্যাড ব্যবহার করতে পারেন না এবং বিষয়টি দলীয়ভাবে তদন্ত করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন