

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মৌচাকে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় নোয়াখালীর চাটখিলে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন— গাড়িচালক জাকির হোসেন (২৬), নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বাসিন্দা, এবং তার সহযোগী মিজান (৩৮), রামনারায়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হাফিজের ছেলে।
গাড়ির মালিক জোবায়ের আল মাহমুদ সৌরভ জানান, রোববার (১০ আগস্ট) তিনি তাদের নিয়ে ঢাকায় যান। সেখান থেকে একটি যাত্রার জন্য তারা মৌচাকের ওই হাসপাতালে যান। তবে এরপর দুই দিন ধরে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশের ফোনে তারা মৃত্যুর খবর জানতে পারেন।
স্থানীয় ইউপি সদস্য মোবারক উল্লাহ বলেন, মিজান আগে ড্রেজার চালাতেন ও মাছ চাষ করতেন। সম্প্রতি তিনি চালক জাকিরের সঙ্গে থেকে গাড়ি চালানো শিখছিলেন। ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত এক আত্মীয়ের জন্য ডাব নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
তিনি আরও জানান, হঠাৎ এই মৃত্যুর ঘটনায় দুই পরিবারের শোকের মাতম চলছে। স্থানীয়রা প্রশাসনের কাছে ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
এদিকে রমনা জোনের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    