

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর কবিরহাটে প্রবাসীর স্ত্রীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি এবং টাকা না দিলে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের এক নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত যুবদল নেতা আনোয়ার হোসেন নয়ন (৩৮) কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক।
বুধবার (২১ মে) রাতে ভুক্তভোগী নারীর পরিবার নয়নের হুমকি ও হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে। এতে দেখা যায়, নয়ন দেশীয় অস্ত্র হাতে ভুক্তভোগীর বাড়ির সামনে হামলার চেষ্টা করছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, “টাকা না দিলে ধর্ষণ করে আদায় করবো।”
অভিযোগকারী নারী (৩৬) কবিরহাট পৌরসভার ফতেহজঙ্গপুর গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রী। তিনি জানান, ওমরাহ পালন শেষে দেশে ফেরার পর যুবদল নেতা নয়ন বিভিন্ন অজুহাতে তার কাছে সাড়ে তিন লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় বারবার বাড়িতে এসে ভাঙচুর ও হামলার চেষ্টা করেন এবং মিস্ত্রিদের মারধর করেন।
তিনি আরও বলেন, “আমি তিন সন্তান নিয়ে একা বাড়িতে থাকি। নয়নের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিনিয়ত ভয় দেখানো হচ্ছে। ছেলে-মেয়েরা স্কুল-মাদরাসায় যেতে পারছে না। আমি এর প্রতিকার চাই।”
এ বিষয়ে যুবদল নেতা আনোয়ার হোসেন নয়ন গণমাধ্যমকে বলেন, “আমি চাঁদা চাইনি। প্রতিবেশী হওয়ায় কথা কাটাকাটি হয়েছে। ভিডিওতে ঝগড়ার সময় কী বলতে কী বলেছি, জানি না।”
তিনি আরও জানান, এ নিয়ে স্থানীয়ভাবে বৈঠক ডাকা হয়েছে। “সেই বৈঠকে যা রায় হবে, আমি তা মেনে নেব।”
এর আগে চলতি বছরের মার্চে নয়নের বিরুদ্ধে একজন সরকারি কর্মচারীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ ওঠে। ফোনালাপে হুমকির সেই অডিওও প্রকাশ হয়েছিল।
জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজীম সুমন বলেন, “আগের অভিযোগে তাকে সতর্ক করা হয়েছিল। এবারের ঘটনা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন
