

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর হাতিয়ায় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার সঙ্গে প্রধান শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে চার মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে হাতিয়ার গুল্লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনিরুজ্জামান দুলালকে সহকারী শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। জানা গেছে, ভিডিওটি দুলাল নিজেই মোবাইলে ধারণ করেছিলেন। বর্তমানে তিনি জেলার সদর উপজেলার পূর্ব ভাটিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। নারীসংক্রান্ত নানা কেলেঙ্কারির কারণে তাকে হাতিয়া থেকে বদলি করা হয়। এমনকি সাবেক এমপি মোহাম্মদ আলীর নেতৃত্বে একাধিকবার সালিশে শাস্তি পেয়েছিলেন দুলাল। তবুও তার আচরণে পরিবর্তন আসেনি।
একজন অভিভাবক বলেন, “একজন শিক্ষক হয়ে তার এমন কর্মকাণ্ডে আমরা বিব্রত। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনৈতিক আচরণ অগ্রহণযোগ্য। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।”
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষকও একই প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এ ঘটনা শিক্ষক সমাজের জন্য লজ্জাজনক। ভবিষ্যতে যেন কেউ এমন কাজে সাহস না পায়, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান দুলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তার এক আত্মীয় জানান, ভিডিওটি প্রকাশ হওয়ার পর থেকে তিনি গা-ঢাকা দিয়েছেন।
নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীব বলেন, “বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    