শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মৃত মায়ের ভাতা উত্তোলনের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পিএম
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলু
expand
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলু

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বর নগর ইউনিয়নে চাঞ্চল্যকর এক অনিয়ম ধরা পড়েছে। অভিযোগ উঠেছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলু চার বছর আগে মারা যাওয়া তার মা ফাতেমা বেগমের নামে এখনো বয়স্ক ভাতা তুলছেন।

গত বৃহস্পতিবার উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল বাশার ও কৃষি কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী তদন্তে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে। জানা যায়, ফাতেমা বেগমের ভাতার টাকা নিয়মিত বিকাশ নম্বরে পাঠানো হচ্ছে এবং সেখান থেকে উত্তোলনও হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মোকছেদ উল্লাহ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, চেয়ারম্যান দুলু শুধু তার মৃত মায়ের ভাতাই নয়, আরও অনেক ভাতাভোগীর টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগে উল্লেখ রয়েছে, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতার ১০৯ জনের টাকা মিলিয়ে প্রায় ৫ লাখ ৫৫ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেছেন তিনি। এছাড়া প্রতিবন্ধী ইসরাত জাহানের ভাতার টাকাও আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

তদন্তে দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা আবুল বাশার জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার কমিটির প্রধান হিসেবে তদন্ত কাজ পরিচালনা করছেন।

যোগাযোগ করা হলে চেয়ারম্যান আক্তার হোসেন দুলু স্বীকার করেন যে, তার মা চার বছর আগে মারা গেছেন। তবে তিনি দাবি করেন, ভাতার অনলাইন সিস্টেমে তার বিকাশ নম্বর সংযুক্ত থাকায় টাকা তিনি নিজেই তুলেছেন।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন