

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর সেনবাগে অসুস্থ স্বামীর মৃত্যু দেখে মারা গেলেন স্ত্রী মরিয়ম।
বৃহস্পতিবার সাড়ে বিকালে উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামের ভুইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এর পর সারা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মৃত ছায়দুল হক-মরিয়ম দম্পতি ৬ ছেলে, ৩ মেয়ের জনক-জননী ।
নিহতের ছেলে মো. মিজানুর রহমান জানান, তার বাবা ছায়দুল হক (৬০) বিকেলে বাড়িতে অসুস্থ হলে তার মা বিবি মরিয়ম তার বাবাকে নিয়ে বাড়ি থেকে স্থানীয় কানকিরহাট বাজারে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নিয়ে যান।
ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ছায়দুল হককে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলেন। তখন তার মা মরিয়ম, বাবাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হন। পথে গাড়িতে তার বাবা মৃত্যুবরণ করেন।
বাবার এই অবস্থা দেখে মা বিবি মরিয়মও সেই গাড়িতেই মৃত্যুবরণ করেন। গাড়ির ড্রাইভার তাদের দুজনকে বাড়িতে নিয়ে এলে শুরু হয় পরিবারের শোকের মাতম।
মন্তব্য করুন

