শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে যোগ দিলেন বিএনপি ও  ইসলামী আন্দোলনের ৩৭ নেতাকর্মী ​

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম
নোয়াখালীতে বিএনপি ও ইসলামী আন্দোলন থেকে ৩৭ জনের জামায়াতে যোগদান
expand
নোয়াখালীতে বিএনপি ও ইসলামী আন্দোলন থেকে ৩৭ জনের জামায়াতে যোগদান

নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারচর ইউনিয়নে বিএনপি ও চরমোনাই (ইসলামী আন্দোলন বাংলাদেশ) দলের ৩৭ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ইউনিয়নে আয়োজিত এক সংবর্ধনা সভায় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতের পতাকাতলে শামিল হন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমীর ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইসহাক খন্দকার। তিনি নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

​আন্ডারচর ইউনিয়নে জামায়াতের আমীর ডা. মো. হানিফ যোগদানের বিষয়টি নিশ্চিত করে জানান, নবাগতদের মধ্যে রয়েছেন ১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য আরিফ খান ছোটন, রেজাউন, বাবুল, সোহেল এবং ইসলামী আন্দোলন নেতা আবদুল মাজেদসহ মোট ৩৭ জন নেতাকর্মী।

​যোগদান অনুষ্ঠানে নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক জনতা ইনসাফ কায়েমের লক্ষ্যে জামায়াতে ইসলামীর দিকে ধাবিত হচ্ছে। আন্ডারচর ইউনিয়নের আজকের এই গণযোগদান প্রমাণ করে যে, সাধারণ মানুষ ও বিভিন্ন দলের কর্মীরা জামায়াতের আদর্শ ও শৃঙ্খলার ওপর আস্থা রাখছেন।

​তিনি আরও বলেন, "আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই যেখানে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে। নতুন যারা আজ আমাদের সাথে যুক্ত হলেন, তাদের নিয়ে আমরা নোয়াখালী-৪ আসনসহ সারা দেশে মানুষের সেবায় কাজ করে যাবো।"

​এদিকে, এই যোগদানের বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির দপ্তর দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন, এরা কেউ আমাদের দলের লোক নন। আমাদের দলের নাম ব্যবহার করে কে কোথায় যোগ দিল, তা নিয়ে আমরা গুরুত্ব দিচ্ছি না।

​সংবর্ধনা সভায় স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি এলাকার সাধারণ মানুষের মধ্যেও বেশ কৌতূহল সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X