

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর সেনবাগ পৌর শহরে বিক্রয় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে চারটি ফার্মেসিকে সর্বমোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে এই অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম। অভিযানে কারিগরি সহায়তায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ড্রাগ সুপার মো. শাহজালাল ভূঁইয়া।
অভিযানে সেনবাগ পৌর এলাকার বিভিন্ন বাজারের ফার্মেসিগুলোতে অনিয়ম পাওয়ায় মক্কা মেডিকেল হাউজকে (হাসপাতালের সামনে) ৫০,০০০ টাকা, মক্কা ড্রাগ হাউজকে (সেনবাগ বাজার) ৩০,০০০ টাকা, নিউ মেডিসিন কর্নারকে ৩০,০০০ টাকা এবং রাজ্জাক মেডিকেল হলকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়৷
উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে এবং জনস্বার্থে এই ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, ওষুধ প্রশাসনের নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
