বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সেনবাগে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৪ ফার্মেসিকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৫০ এএম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
expand
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নোয়াখালীর সেনবাগ পৌর শহরে বিক্রয় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে চারটি ফার্মেসিকে সর্বমোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে এই অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম। অভিযানে কারিগরি সহায়তায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ড্রাগ সুপার মো. শাহজালাল ভূঁইয়া।

​অভিযানে সেনবাগ পৌর এলাকার বিভিন্ন বাজারের ফার্মেসিগুলোতে অনিয়ম পাওয়ায় মক্কা মেডিকেল হাউজকে (হাসপাতালের সামনে) ৫০,০০০ টাকা, মক্কা ড্রাগ হাউজকে (সেনবাগ বাজার) ৩০,০০০ টাকা, নিউ মেডিসিন কর্নারকে ৩০,০০০ টাকা এবং রাজ্জাক মেডিকেল হলকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়৷

​উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে এবং জনস্বার্থে এই ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, ওষুধ প্রশাসনের নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X