শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেগমগঞ্জে পুলিশের অভিযান: বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০১:০২ পিএম আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম
অস্ত্রসহ আটক
expand
অস্ত্রসহ আটক

​নোয়াখালীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে একটি জাপানি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে চৌমুহনী পৌরসভার পূর্ব বাজারের 'হোটেল রিয়াদ' আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে এই অভিযান চালানো হয়। অভিযানে আসামিদের কাছ থেকে লোহার তৈরি একটি বিদেশি পিস্তল (যাতে MADE-IN-JAPAN লেখা রয়েছে) এবং দুই রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ বাসু (৪০) সে দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মোঃ নাসির আহাম্মেদের ছেলে এবং জাহিদ হাসান রাসেল (৪০): চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের বাবুল মোল্লার ছেলে।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে আগে থেকেই ছয়টি মামলা এবং একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় একটি নতুন মামলা (মামলা নং-০১) দায়ের করা হয়েছে। এসআই মোঃ খোরশেদ আলম মামলাটি তদন্ত করবেন।

​নোয়াখালী পুলিশ সুপারের দিক-নির্দেশনায় এবং বেগমগঞ্জ মডেল থানার ওসির তত্ত্বাবধানে এসআই পাপেল রায়, এসআই কুতুব উদ্দিন খান লিয়ন ও এসআই খোরশেদ আলমসহ সঙ্গীয় ফোর্স এই সফল অভিযান পরিচালনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X