

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে দুই পক্ষের অন্তত ছয়জন নারী আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) রাতের দিকে শহরের থানার পাশের দলীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্যে জানা যায়, জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু ও সাধারণ সম্পাদক রুপা হাসানের মধ্যে দীর্ঘদিন ধরে মতপার্থক্য চলছিল।
ওইদিন রাতে কার্যালয়ে এক পর্যায়ে বাকবিতণ্ডা থেকে তা হাতাহাতিতে রূপ নেয়। পরবর্তীতে উভয় পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ঘটনায় সভাপতি রওনক জাহান রিনু, তাঁর বোন নিলুফা ইয়াসমীনসহ মোট ছয়জন আহত হন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার দুপুরে হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রওনক জাহান রিনু বলেন, “রুপার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সমস্যা ছিল না।
কিন্তু পার্টি অফিসে সে আমার সঙ্গে অশোভন আচরণ করে। পরে বাসায় ফেরার পথে তার সমর্থকেরা আমার ওপর হামলা চালায়।”
অন্যদিকে সাধারণ সম্পাদক রুপা বলেন, “সভাপতির বোন নিলুফাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
তবুও তিনি তাকে নিয়ে বিএনপির কার্যক্রমে যুক্ত ছিলেন। বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে তর্ক শুরু করেন, সেখান থেকেই হাতাহাতি হয়।”
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার জানান, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দলীয়ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, “এক পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন

