

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনী প্রস্তুতিতে জামায়াত বিএনপিসহ অন্যান্য দলের চেয়ে এগিয়ে রয়েছে। ইতোমধ্যে তারা প্রার্থী ঘোষণা করে মাঠে নেমে পড়েছে। তাই নির্বাচনে জামায়াত অংশ নেবে না -এমন ধারণা সঠিক নয়।
বুধবার (১ অক্টোবর) রাতে নীলফামারীর সৈয়দপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, “পিআর পদ্ধতি একটি সাংবিধানিক বিষয়। সংবিধান পরিবর্তন ছাড়া এটি পরিবর্তন সম্ভব নয়। যে কোনো রাজনৈতিক দল তাদের অবস্থান জনগণের সামনে তুলে ধরতেই পারে, এতে তাদের স্বাধীনতা রয়েছে।”
তিনি আরও জানান, বিএনপি তাদের ঘোষিত ৩১ দফার ভিত্তিতেই নির্বাচনী কার্যক্রম চালাবে। আর নির্বাচনী তফসিল ঘোষণার পর জামায়াতসহ সব রাজনৈতিক দলই নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসময় সৈয়দপুর বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আকতার ও পূজা উদযাপন কমিটির সভাপতি রাজ কুমার পদ্দারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    