বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৯:১১ এএম
শিক্ষার্থীদের মানববন্ধন
expand
শিক্ষার্থীদের মানববন্ধন

দেশের বিভিন্ন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও ইনস্টিটিউটে অধ্যয়নরত ডিপ্লোমা ইন লাইভস্টক (DLS) বিভাগের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সকাল থেকে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা একযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এরই অংশ হিসেবে নেত্রকোণা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) শিক্ষার্থীরাও কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে তাদের আন্দোলন আরও তীব্র রূপ নেয়। এসময় শিক্ষার্থীরা প্রাণিসম্পদ অধিদপ্তরের কালো হাত ভেঙে দাও, ভুয়া নিয়োগ বাতিল করো,শ্লোগান দিয়ে বিক্ষোভ করে, পুতুলিকা দাহ করে এবং অধ্যক্ষসহ শিক্ষকদের অধ্যক্ষের কক্ষে আটকে রাখে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সম্প্রতি প্রকাশিত ‘প্রাণিসম্পদ ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী নিয়োগবিধিমালা-২০২৩’-এর মাধ্যমে ডিপ্লোমা ইন লাইভস্টক টেকনোলজি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত করা হয়েছে। তাদের দাবি, নিয়োগবিধি সংশোধন করে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের জন্য উপযুক্ত পদ সংরক্ষণ করতে হবে।

একজন আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, আমরা চার বছর মেয়াদি ডিপ্লোমা শিক্ষা শেষ করেছি মাঠ পর্যায়ে কাজের দক্ষতা অর্জনের জন্য। কিন্তু নতুন নিয়োগবিধিতে আমাদের জন্য কোনো পদই রাখা হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের ক্লাস ও পরীক্ষা বর্জন চলবে।

অন্য এক শিক্ষার্থী বলেন, সংস্কারের DG হলেন, কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকারে রেখে গেলেন। আমরা ন্যায্য অধিকার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে আইএলএসটি নেত্রকোণার অধ্যক্ষ ডা. বরুণ কুমার দত্ত বলেন, আজকের ঘটনার বিষয়ে আমি আগে কিছু জানতাম না। শিক্ষার্থীরা কোন দাবিতে এমন কর্মসূচি নিয়েছে, তাও নিশ্চিত নই। গত

পাঁচ দিন ধরে বিষয়টি আমি ডিজি অফিস ও স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। শিক্ষার্থীদের প্রতি আহ্বান যেন তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের পথ বেছে নেয় এবং রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি না করে। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন