শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনার পাঁচ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
জামায়াতের লোগো
expand
জামায়াতের লোগো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় মনোনয়নে যাদের নাম এসেছে:

  • নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) — জেলা কর্মপরিষদ সদস্য ও কলমাকান্দা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম

  • নেত্রকোনা-২ (সদর-বারহাট্রা) — সাবেক জেলা আমীর ও ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক

  • নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) — জেলা জামায়াতের সহকারী সম্পাদক ও আটপাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান দেলাওয়ার হোসেন সাইফুল

  • নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) — ময়মনসিংহ মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও ইসলামী ছাত্র শিবিরের আনন্দ মোহন কলেজ শাখার সাবেক সভাপতি অধ্যাপক আল হেলাল তালুকদার

  • নেত্রকোনা-৫ (পূর্বধলা) — জেলা জামায়াতের সহকারী সম্পাদক ও পূর্বধলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাসুম মোস্তফা

শনিবার বিকেলে কিশোরগঞ্জের উবাই পার্কে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী এই নামগুলো ঘোষণা করেন।

দলীয় সূত্র জানিয়েছে, গত নভেম্বর মাসে প্রতিটি আসনের জন্য প্রার্থী বাছাই করতে রুকন, ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল, ছাত্র শিবির ও ছাত্রী সংস্থার প্রতিনিধিদের গোপন ব্যালট ভোটের মাধ্যমে মতামত নেওয়া হয়। এরপর প্রার্থীদের সাংগঠনিক জনপ্রিয়তা যাচাই করতে কেন্দ্রীয়ভাবে জনমত জরিপ পরিচালনা করা হয়।

সবশেষে ২৯ ডিসেম্বর পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে সারাদেশের ৩০০ আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন