শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মোহনগঞ্জ মহিলা কলেজ মোড়ে খানাখন্দের মরণফাঁদ, প্রতিদিন দুর্ঘটনা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম
মোহনগঞ্জ মহিলা কলেজ মোড়
expand
মোহনগঞ্জ মহিলা কলেজ মোড়

নেত্রকোনার মোহনগঞ্জ মহিলা কলেজ মোড় এখন রীতিমতো দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। বাস, ট্রাক, লরি কিংবা মালবাহী যানবাহন এখানে এসে গর্তে আটকে গেলে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহিলা কলেজ রোড, থানা রোড ও হাসপাতাল রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়।

যাত্রী ও পথচারীদের ভোগান্তির পাশাপাশি দুর্ভোগে পড়ছেন এইচএসসি পরীক্ষার্থীরাও। কলেজে পৌঁছাতে গিয়ে অনেকেই কাদা ও বৃষ্টির পানিতে ভিজে যাওয়ার মতো বিড়ম্বনার শিকার হচ্ছেন। মঙ্গলবার ভোরে একটি মালবাহী ট্রাক গর্তে আটকে গেলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অচলাবস্থা তৈরি হয়। এতে ঢাকার দিক থেকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে আসা পর্যটকবাহী অন্তত পঞ্চাশটি বাস আটকে পড়ে। পরে তারা বাস ফেলে সিএনজি ও অটোরিকশা ভাড়া করে গন্তব্যে যেতে বাধ্য হন। প্রায় ছয় ঘণ্টা পর পুলিশের সহযোগিতায় ট্রাক উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ধর্মপাশা গরু বাজার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গরু বহনকারী ট্রাককেও এই পথ দিয়ে যেতে হয়। বৃহস্পতিবার দুপুরে একটি পাট বোঝাই ট্রাক একইভাবে গর্তে আটকে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি করে।

মোহনগঞ্জ মহিলা কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল বলেন, “মহিলা কলেজ মোড় এখন সত্যিই মরণফাঁদে পরিণত হয়েছে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।”

স্থানীয়দের দাবি, বড় গর্তগুলো দ্রুত ভরাট ও রাস্তার সংস্কার ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন