

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও গ্রামের মানুষ এখন শিয়াল আতঙ্কে দিন কাটাচ্ছেন। এক রাতে হঠাৎ শিয়ালের হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৭ জন আহত হওয়ার পর গ্রামে চরম উদ্বেগ বিরাজ করছে।
বুধবার (২৩ জুলাই) রাতে ঘটে এই ঘটনা। আহতদের মধ্যে ১৫ জন চিকিৎসা নিয়েছেন বলে বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ নুরুল হুদা খান নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে রয়েছেন — শিফা আক্তার (২৯), সালমা আক্তার (২৪), তন্না আক্তার (১০), মোরসালিন (১৭), জেসমিন আক্তার (৪৫), এরশাদ মিয়া (৩৫), শামীম মিয়া (৩৮), আঙ্গুর মিয়া (৫০), তাইজুল (৬), আসব আলী (৭৫), মারিয়া আক্তার (৩), লিজা আক্তার (৯), আবির (২) ও কাইয়ূম মিয়া (৪০)। বাকিদের পরিচয় জানা না গেলেও সবাই চানগাঁও গ্রামের বাসিন্দা।
আহত কাইয়ূম মিয়া জানান, রাতের খাবারের পর ঘরে বসে থাকা অবস্থায় হঠাৎ শিয়াল এসে তাকে কামড়ে দেয়। শুধু তাকেই নয়, একই রাতে পাড়ার আরও ১৬ জনকে শিয়াল কামড়ে দেয়। এতে গ্রামবাসী ভীত হয়ে পড়েছেন।
ডা. নুরুল হুদা খান জানান, কামড়ের শিকার সবাইকে জলাতঙ্কের প্রথম ডোজ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
সেভ দ্য এনিমেলস অফ সুসং-এর সহ-সভাপতি সুমন রায় বলেন, মানুষের তাড়া খেয়ে আত্মরক্ষার্থে শিয়াল কামড় দিতে পারে। বন-ঝোঁপ ঝাড় ধ্বংস হওয়ায় শিয়ালের মতো উপকারী বন্যপ্রাণীরা খাদ্য ও আশ্রয়ের খোঁজে লোকালয়ে প্রবেশ করছে, যা এমন ঘটনার কারণ হতে পারে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
