শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় ছাত্রশিবিরের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
র‍্যালি ও সমাবেশের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির
expand
র‍্যালি ও সমাবেশের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে “জুলাই জাগরণে নব উদ্যমে বিনির্মাণ” শীর্ষক র‍্যালি ও সমাবেশের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবিরের নেত্রকোনা জেলা শাখা।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকালে নেত্রকোনা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। এই দিন নতুন সমাজ বিনির্মাণে অঙ্গীকার নবায়নের প্রতীক হয়ে থাকবে। তরুণদের আদর্শিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

সমাবেশে জেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেল আহমেদ, সেক্রেটারি আল ইমরান, অফিস সম্পাদক আতিক হাসান হৃদয়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রেজুয়ান খান হৃদয়সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক সংকট নিরসনে আদর্শবান ছাত্রসমাজই হতে পারে অগ্রণী শক্তি।

র‍্যালি ও সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন