শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে হঠাৎ যুবলীগের রহস্যময় মিছিল

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৩:১০ পিএম
ফরিদপুরে যুবলীগের মিছিল। ছবি: এনপিবি
expand
ফরিদপুরে যুবলীগের মিছিল। ছবি: এনপিবি

ফরিদপুরে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি রহস্যময় যুবলীগের মিছিল।

গতকাল শুক্রবার বিকেলে জেলা যুবলীগের সদস্য মাহফুজুর আহম্মেদ হিমেলের নেতৃত্বে নগরকান্দা উপজেলার অজ্ঞাত স্থান থেকে মিছিলটি বের হয় বলে জানা গেছে।

ভিডিওচিত্রে দেখা যায়, পতিত আওয়ামী লীগ সরকারের প্রয়াত সাবেক সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর পুত্র ও ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর ছবি সম্বলিত ব্যানার হাতে কয়েকজন ‘জয়বাংলা’ স্লোগানে মিছিলে উপস্থিত রয়েছেন।

ঘটনার আরও চাঞ্চল্য বাড়ায় যখন এই ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ফরিদপুর-২ সংসদীয় আসনের যুবলীগ ও ফরিদপুর জেলা যুবলীগের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল হয় নগরকান্দা উপজেলা হাইওয়ে রোডে।

তবে ভিডিওতে মিছিলের নির্দিষ্ট স্থান বা সময় উল্লেখ করা হয়নি। স্থানীয়দের দাবি, ভিডিওতে দেখা স্থানটি নগরকান্দার কোনো সড়ক নয়।

এ নিয়ে ফরিদপুরের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। কেউ একে ‘রাজনৈতিক কৌশল” বলছেন, কেউ আবার প্রশ্ন তুলছেন, মিছিলটি আদৌ নগরকান্দাতেই হয়েছে কি না!

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন