

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রেমের সূত্র ধরে দুই বছর আগে গোপনে বিয়ে করেছিলেন নেত্রকোণার এক তরুণ-তরুণী। পারিবারিক সম্মতি না থাকায় রেজিস্ট্রি করে বিয়ের পর ময়মনসিংহ শহরে ভাড়া বাসায় সংসার শুরু হয় তাদের। কিন্তু বছর না ঘুরতেই স্বামীর নতুন সম্পর্কের অভিযোগে সেই সংসারে ভাঙন দেখা দেয়।
অভিযোগ অনুযায়ী, স্বামী অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেন। পারিবারিকভাবে সমাধান না হওয়ায় বৃহস্পতিবার (তারিখ) সকালে স্ত্রী স্বামীর পারিবারিক স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে গিয়ে অবস্থান নেন। ঘটনাটি নেত্রকোণার পূর্বধলা উপজেলার ছোছাউড়া গ্রামের আলাল মিয়ার বাড়িতে ঘটে। স্বামী হানিফ মিয়া আলাল মিয়ার ছেলে।
কনের দাবি, বাড়িতে পৌঁছালে শ্বশুর-শাশুড়ি বাড়ি তালা দিয়ে চলে যান। এরপর তিনি বারান্দায় অনশন শুরু করেন। ঘটনাটি গ্রামে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তরুণীর নাম সুমি আক্তার, বাড়ি পাশের গ্রাম ভিতরগাঁওয়ে।
সুমি জানান, কলেজে পড়ার সময় হানিফের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা ২০২৩ সালের ২১ জুন ময়মনসিংহ সিটি করপোরেশনের মাধ্যমে রেজিস্ট্রি করে বিয়ে করেন। প্রায় এক বছর ময়মনসিংহে হানিফের আত্মীয়ের বাসায় ভাড়া থেকে সংসার করেন তারা। এই সময়েই হানিফ নিকটাত্মীয়ের মেয়ের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর থেকেই সংসারে সমস্যা শুরু হয় এবং পরিবার থেকেও তাদের বিয়ে মেনে না নিয়ে অন্যত্র বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু হয়।
সুমি জানান, “আমি আমার স্বামীর স্বীকৃতি চাই। আমাকে মারধর করে বের করে দিতে চেয়েছে। ঘরের ভেতরের বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি এখান থেকে দাবী আদায় না হওয়া পর্যন্ত যাব না।”
হানিফের আত্মীয়া রিনা আক্তার বলেন, “সুমি দীর্ঘদিন আমার বাড়িতে ভাড়া থাকত। প্রায় দুই বছর আগে হানিফের সঙ্গে তার বিয়ে হয়েছে। কিন্তু এখন হানিফ আর সংসার করতে চাইছে না, এতে সমস্যা তৈরি হয়েছে।”
অভিযুক্ত হানিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
মন্তব্য করুন

