শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির মশাল মিছিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা পরিষদের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়
expand
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা পরিষদের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়

দলীয় সীধান্ত অমান্য করে ২০১৮ সালে সংসদে যাওয়া চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ সম্পাদক আমিনুল ইসলামের পুনরায় দেয়া দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা পরিষদের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এসময় বিএনপি নেতাকর্মীরা বলেন, ২০১৮ সালের রাতের ভোটের বৈধতা দিয়ে দলীয় সীধান্ত অমান্য করে সংসদে যান আমিনুল ইসলাম। ৪ বছর এমপি থাকাকালীন সময়েও বিএনপি তৃনমূলের নেতাকর্মীদের পাশে ছিলেন না তিনি।

হামলা-মামলার শিকার হওয়া কর্মীদের কোন ধরনের সহযোগিতা করেননি। অথচ আবারো তাকেই দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছে দলের নেতাকর্মীরা।

অবিলম্বে তার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান বিএনপির নেতাকর্মীরা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন