

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন মুহাম্মদ মোর্শেদ আলমের সমর্থকেরা।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিলটি করেন।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মুঠোফোনে এনপিবি নিউজকে জানান, বিএনপির একটি মশাল মিছিল করেছে।
এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম। তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি, বরং ফোন কেটে দেয়।
এ ব্যাপারে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সাথে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে মনোনীত প্রার্থী ঘোষণা করেন।
মন্তব্য করুন