সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাঁশঝাড়ে আশ্রয় নেয়া ৫ পরিবারকে দেয়া হবে জমিসহ ঘর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১০:৪৯ এএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

আদালতের নির্দেশে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবু ডাইং এলাকায় উচ্ছেদের পর বাঁশঝাড়ে আশ্রয় নেয়া কোল জনগোষ্ঠীর ৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়াও খোলা আকাশের নিচে বসবাস করা এসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য পলেথিন বিতরণ করা হয়, যাতে তা টাঙিয়ে আশ্রয় নিতে পারেন তারা। শনিবার (০১ নভেম্বর) দুপুরে তাদের আশ্রয়স্থলে গিয়ে এসব বিতরণ করে ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রিভলিউশন নামের একটি সংগঠন।

এসময় পাঁচটি কোল পরিবারের প্রত্যকের মাঝে চাল, ডাল, তেল, মুড়িসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ও পলিথিন দেয়া হয়। এছাড়াও সেখানে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল ইসলাম পাঁচটি পরিবারকে বাড়ি নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, সংগঠনটির তথ্য ও প্রচার সম্পাদক এবং ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রিভলিউশনের প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম, নির্বাহী পরিচালক স্টেফান সরেন।

ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে পাঁচটি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। কিন্তু মানবিক দিক বিবেচনায় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাদের সার্বিক তদারকি করছি আমরা।

উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে পাঁচটি আশ্রয়হীন পরিবারকে জমিসহ ঘর নির্মাণ করে দেয়া হবে। পাশাপাশি খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। শনিবার দুপুরে জমির মালিক ও কোল সম্প্রদায়ের লোকজনদের নিয়ে সামাজিকভাবে বসে আপাতত সেখানে ১০ দিন থাকার বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছেন।

জানা যায়, গত সোমবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে আদালতের উচ্ছেদ আদেশে আদালতের প্রতিনিধি ও থানা-পুলিশের উপস্থিতিতে কোল জনগোষ্ঠীর পাঁচটি পরিবারকে উচ্ছেদ করা হয়।

পরিবারগুলোর সদস্য সংখ্যা ১৫ থেকে ২০ জন। উচ্ছেদের পর তারা সেখানেই থাকা একটি বাঁশঝাড়ের নিচে আশ্রয় নিয়েছেন। তারা সেখানে প্রায় ২০-২৫ বছর ধরে বসবাস করছিলেন বলে জানান স্থানীয়রা। আদালতে মামলা করে জমির মালিক হিসেবে রায় পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আজাইপুর এলাকার নজরুল ইসলাম আলমগীর ও তার আত্মীয়স্বজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন