শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের মঞ্চে হাদি হত্যার বিচার দাবি ডাকসুর হল সংসদের ভিপি কানিজ দম্পত্তির

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ এএম
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেছেন এক নবদম্পতি
expand
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেছেন এক নবদম্পতি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিয়ের মঞ্চেই প্ল্যাকার্ড হাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেছেন এক নবদম্পতি।

সোমবার (৫ জানুয়ারি) ভোলাহাট উপজেলার পাঁচটিকরি গ্রামের মো. সুজন বিশ্বাসের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের ভিপি কুররাতুল আইন কানিজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে বর–কনে তাঁদের হাতে ‘জাস্টিস ফর ওসমান হাদি’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

জানা যায়, কনে কবিরাতুল আইন কানিজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাকসুর শামসুন নাহার হলের ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী । এছাড়া বর সুজন বিশ্বাস চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে তিনি একটি প্রাভেইট বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে কর্মরত আছেন।

নব দম্পত্তির বিয়েতে আগত অতিথিরা জানান, নবদম্পতির এই উদ্যোগের মাধ্যমে ওসমান বিন হাদির ন্যায়বিচারের দাবিতে তাঁদের দৃঢ় অবস্থান স্পষ্ট হয়ে ওঠেছে। আনন্দঘন এই আয়োজনে সামাজিক দায়িত্ববোধ ও মানবিক প্রতিবাদের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় নব দম্পত্তির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ।

ভিপি কুররাতুল আইন কানিজ বলেন, হাদি ভাইয়ের ন্যায়বিচারের লক্ষ্যে আমরা আমাদের আনন্দঘন মুহূর্তেও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছি। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমাদের দাবি অব্যাহত থাকবে।

বর মো. সুজন বিশ্বাস বলেন, আনন্দের মুহূর্ত থেকেই আমরা অন্যায়ের বিরুদ্ধে একটি বার্তা দিতে চেয়েছি। আমরা জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির বিচার চাই -এটাই আমাদের স্পষ্ট অবস্থান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X