মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে তিন আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ জন প্রার্থীর একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেন। তিনি জানান, এটি আংশিক তালিকা এবং প্রয়োজনে পরবর্তীতে এতে পরিবর্তন আনা হতে পারে।

ঘোষিত তালিকা অনুযায়ী, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ -এই তিনজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে নাটোর-৩ (সিংড়া) আসনের প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, ওই আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকায় এবং সম্ভাব্য জোটগত সমীকরণের বিষয় বিবেচনায় বিএনপি এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি।

সিংড়া আসনের প্রার্থী কে হচ্ছেন সেটিই এখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন