মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় বিএনপি ও জামায়াতের প্রার্থী যারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:১৯ এএম
বিএনপি ও জামায়াতের লোগো
expand
বিএনপি ও জামায়াতের লোগো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

বিএনপি সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে ১৩টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। অন্যদিকে, জামায়াতে ইসলামী ১৯টি আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে।

তাদের মধ্যে- ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক এবং ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

এদিকে ঢাকার ২০টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঠিক করেছে জামায়াত। সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন- ঢাকা-১ ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা-২ ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, ঢাকা-৩ অধ্যক্ষ শাহিনুল ইসলাম, ঢাকা-৪ সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ ড. আব্দুল মান্নান, ঢাকা-৭ হাজি হাফেজ মো. এনায়েতুল্লাহ, ঢাকা-৮ ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা-১০ অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, ঢাকা-১১ অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকা-১২ সাইফুল আলম খান মিলন, ঢাকা-১৩ ডা. মুহাম্মদ মোবারক হোসাইন, ঢাকা-১৪ ব্যারিস্টার আরমান, ঢাকা-১৫ ডা. শফিকুর রহমান (কেন্দ্রীয় আমির), ঢাকা-১৬ আব্দুল বাতেন, ঢাকা-১৭ ডা. এসএম খালিদুজ্জামান, ঢাকা-১৮ অধ্যক্ষ আশরাফুল হক, ঢাকা-১৯ আফজাল হোসাইন, ঢাকা-২০ মাওলানা আব্দুর রউফ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন