

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের লালপুরে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। একইসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন এক বাবা ও তার মেয়ে। পরিবার ও এলাকাবাসীর কাছে বিষয়টি পরিণত হয়েছে গর্বের ও অনুপ্রেরণার গল্পে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান এবং তার মেয়ে হালিমা খাতুন এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বাবা হান্নান পড়েছেন রাজশাহীর বাঘা কাকড়ামারি কলেজে, আর মেয়ে হালিমা পরীক্ষায় অংশ নেন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে।
আব্দুল হান্নানের শিক্ষাজীবনের পথচলা ছিল কিছুটা বন্ধুর। ১৯৯৮ সালে প্রথমবার এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তিনি জীবনের বাস্তবতায় গৃহস্থালির কাজে মন দেন।
পরে ২০২৩ সালে, দীর্ঘ দুই দশকের ব্যবধানে, রুইগাড়ি হাইস্কুল থেকে আবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন। আশ্চর্যের বিষয় হলো, তখন তিনি কারও অগোচরে স্কুলে ভর্তি হন এবং পরবর্তীতে মেয়ের সঙ্গে একসঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে সফল হন।
হান্নান জানান, পড়াশোনার প্রতি তার ভালোবাসা কখনোই কমেনি। মেয়ে হালিমাও বলেন, “বাবার শিক্ষার প্রতি এই অদম্য আগ্রহ আমাকে দারুণভাবে প্রভাবিত করেছে। আমরা চাই একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়তে পারি।”
চার সদস্যের পরিবারে হান্নানের স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। জীবনের নানা প্রতিকূলতা পেরিয়েও তিনি যে অধ্যবসায়ের নজির রেখেছেন, তা স্থানীয়দের মনে প্রশংসার উদ্রেক করেছে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “শিক্ষার জন্য বয়স কোনো বাধা নয়—আব্দুল হান্নান তার উদাহরণ। উপজেলা প্রশাসন তার পাশে রয়েছে এবং প্রয়োজন হলে সহায়তা করবে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    