শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে মুখ থেঁতলে বৃদ্ধাকে হত্যা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১১:৪৭ এএম
expand
নাটোরে মুখ থেঁতলে বৃদ্ধাকে হত্যা

নাটোরের বনপাড়া এলাকায় এক বৃদ্ধা মহিলা মমতাজ বেগম নিহত হয়েছেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর মমতাজ বেগম প্রায় এক দশক ধরে একাই বসবাস করতেন।

তার ছেলে জাকির হোসেন মঞ্জু বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন অন্য একটি বাড়িতে থাকেন, আর মেয়ে বেবি আক্তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন।

বাড়ির দায়িত্বে ছিলেন দুই গৃহকর্মী—সুফিয়া বেগম (৪০) ও প্রহরী কাজী আবু শামা (৬১)। রবিবার রাতের খাবারের পর নিয়মিত দায়িত্ব পালনের পর প্রহরী কাজী আবু শামা এশার নামাজ শেষে বাড়িতে ফেরেন।

তাঁর ঘরে প্রবেশ করার সময় দেখা যায়, মমতাজ বেগম রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন এবং মুখ থেঁতলে দেওয়া আছে। চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে মমতাজকে উদ্ধার করে পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মমতাজ বেগমের শরীরে থাকা কিছু স্বর্ণালংকার অদৃশ্য। পরিবারের ধারণা, ফাঁকা বাড়িতে ডাকাতির জন্য ঢুকে দুর্বৃত্তরা হত্যাকাণ্ড সংঘটিত করেছে।

বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সুফিয়া বেগম ও প্রহরী কাজী আবু শামাকে থানায় নেওয়া হয়েছে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সুমন চন্দ্র দাস বলেন,

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন