

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীতে অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী তিনটি অবৈধ কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দিনব্যাপী এ অভিযানে নরসিংদী সদর ও মাধবদী থানায় অবস্থিত তিনটি কারখানা বন্ধ করা হয়।
পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা জানান, অভিযানে প্রথমে মাধবদীর আনন্দী এলাকায় অবস্থিত জিয়াংসু জিনডিং স্টোরেজ কোং লি. নামের ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নিকট মিটার হস্তান্তর করা হয়। পরিবেশ দূষণ প্রতিরোধ আইন লঙ্ঘনের অভিযোগে কারখানাটির সকল কার্যক্রম বন্ধ করা হয়।
এরপর বিরামপুর কালীবাড়ি এলাকায় পরিচালিত মেসার্স আলী ফেব্রিক্স অ্যান্ড ডাইং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রেগুলেটর তিতাস গ্যাস কোম্পানির নিকট হস্তান্তর করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নিকট মিটার হস্তান্তর করা হয়। অনুমোদনহীনভাবে বর্জ্য পানি নিস্কাশনের অভিযোগে এ কারখানাটিও বন্ধ করে দেওয়া হয়।
অভিযানের শেষ পর্যায়ে দক্ষিণ শিলমান্দী পাঁচদোনা এলাকায় অবস্থিত আব্দুল্লাহ ডাইং ইন্ডাস্ট্রিজ লি. কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। যথাক্রমে তিতাস গ্যাস কোম্পানি ও পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তাদের কাছে সংযোগ হস্তান্তর করে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ বিধি ভঙ্গকারী ও অবৈধভাবে পরিচালিত কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতে আরও জোরদার করা হবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা, সহকারী পরিচালক আবুল মুনসুর মোল্লা, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, পরিদর্শক সমর কৃষ্ণ দাস, সদর দপ্তরের পরিদর্শক মো. গিয়াস উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন নরসিংদী জেলা পুলিশের সদস্যরা, র্যাব-১১ এর টহল দল, তিতাস গ্যাস কোম্পানি এবং নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২-এর প্রতিনিধিরা।
মন্তব্য করুন