

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সারাদেশের মতো নরসিংদীর পলাশেও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন খানকা ও মসজিদ থেকে আসা শত শত সুন্নি মুসল্লি কাজিরচর পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে সমবেত হন। পরে পলাশ উপজেলা উদযাপন কমিটির সভাপতি আল্লামা বেলায়েত শাহ, ডাঙ্গা ইউনিয়ন সভাপতি মো. আমিন ইসলাম চিশতী, গাজীপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল আবেদী ও মাওলানা মো. আব্দুল্লাহ বিন আজাদীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য জুলুস বের হয়। জুলুসটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাঙ্গা বাজারস্থ খাজা মহল মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। প্রায় দেড় হাজার বছর আগে এই দিনে মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন করেছিলেন। তাঁর আদর্শ অনুসরণেই নিহিত রয়েছে মানবজাতির কল্যাণ ও সফলতা।
পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন দরবার শরীফের আশেকান, ভক্ত, মুরিদান ও সুন্নি মতাদর্শের তরিকতপন্থী শত শত মানুষ অংশ নেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    