শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মনোহরদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮ এএম
expand
মনোহরদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা আব্দুল কাদির ভূইয়া জুয়েল। তিনি বলেন, “বিএনপি কেবল রাজনৈতিক দল নয়, মেধা ও যোগ্যতাকে স্বীকৃতি দিয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে কাজ করছে।”

সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা ও মনোহরদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল খালেক। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষা বিস্তার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং তরুণদের আলোকিত পথে এগিয়ে নিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে এবং দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন