

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীতে মোজাম্মেল (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের হাজীপুর এলাকার মদিনা ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চানমিয়ার ছেলে। তিনি হাজীপুরের একটি ভাড়া বাসায় থাকতেন এবং সিএন্ডবি রোডে কাপড়ের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোজাম্মেল হাজীপুরের মদিনা ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় কাউছার নামের এক ব্যক্তি পেছন থেকে এসে ধারালো দা দিয়ে তার ঘাড়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে উপর্যুপরি আঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
