

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান—এই তিনটি মৌলিক খাতের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে দেশে চলমান দুর্বৃত্ত ও দুর্বয়নের রাজনীতি বন্ধ করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে নরসিংদীর ঘোড়াশাল পোস্ট অফিস রোডে নরসিংদী-২ আসনে ১১ দলীয় জোটের আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “গত ৫০ বছরে আপনারা এ দেশের রাজনীতি দেখেছেন। লুটপাটের রাজনীতি দেখেছেন। আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি দেখেছেন। এবার সময় এসেছে নতুন ধারার রাজনীতির। ১১ দলীয় জোট সেই বিকল্প শক্তি, যেখানে জাতীয় নাগরিক পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, “এই জোট সংস্কারের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে। তাই আপনারা ১১ দলীয় জোটের সঙ্গে থাকুন এবং নরসিংদী-২ আসনে জোটের মনোনীত প্রার্থী শাপলা কলিকে জয়যুক্ত করুন।”
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মুখপাত্র ও সাবেক স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব আওলাদ হোসেন জনি, নরসিংদী জেলা জাতীয় ছাত্র শক্তির আহবায়ক ফাহিম রাজ অভি, সদস্য সচিব আবরার হোসাইন রিফাত, পলাশ উপজেলা এনসিপির আহবায়ক আল-হাসিব ভূইয়া, সদস্য সচিব ফয়সাল আহমেদ, প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম রাকিব, খেলাফত মজলিশের এমপি প্রার্থী নুরুল আফসার শাহিন, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম ফয়সাল, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক রাফায়েত রোমানসহ এনসিপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও জনসভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
