শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম
সুনামগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে হামলার অভিযোগ
expand
সুনামগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে হামলার অভিযোগ

সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে নির্বাচনী এলাকার দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে সেলিম ও জয় নামের দুজন আহত হয়েছেন।

শিশির মনিরের কর্মী-সমর্থকেরা জানান, একটি সুসজ্জিত গাড়িতে এলইডি স্ক্রীন ব্যবহার করে নির্বাচনী এলাকার বিভিন্নস্থানে প্রতিদিন সন্ধ্যার শিশির মনিরের প্রচারণা চালাচ্ছেন তাঁর সমর্থকেরা। এতে দিরাই ও শাল্লার উন্নয়নে শিশির মনিরের পরিকল্পনার কথা তুলে ধরা হয়। দাঁড়িপাল্লায় ভোটের আহবান আছে এতে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারের ওই গাড়িটি দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধলবাজারে যায়। সেখানে প্রচারণা চলাকালে বাজারে বিএনপির প্রার্থীর পক্ষে একটি মিছিল বের হয়। তখন শিশির মনিরের প্রচার গাড়ির সঙ্গে থাকা লোকজন প্রজেক্টরের শব্দ কমিয়ে দেন। তখন মিছিল থেকে কয়েকজন এসে জানায়, শব্দ কমালে হবে না, এখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে হবে। পরে গাড়িটি নিয়ে সেখান থেকে দিরাই সদরের উদ্দেশ্য রওনা দিয়ে কাদিরপুর নামক স্থানে আসে। তখন পিছন থেকে চারটি মোটরসাইকেলে কয়েকজন যুবক এসে লাঠিসোটা নিয়ে গাড়িতে হামলা চালান৷ গাড়িটির সামনের কাচ ভেঙে গেছে।

শিশির মনির বলেন, বিএনপির লোকজন আমার প্রচার গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে়ছে। এতে আমাদের দুজন লোক আহত হয়েছেন।

দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইন উদ্দিন চৌধুরী বলেন, এটা ডাহা মিথ্যা। আমি সারাদিন ওই এলাকায় ছিলাম। এ রকম কোনো ঘটনাই ঘটেনি। এটা সাজানো নাটক হতে পারে।

এই আসনে শিশির মনির ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও দুজন। এরাঁ হলেন বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী ও কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস খোকন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X