শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার, পলাতক স্বামী

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
নিহত মেঘলা আক্তার
expand
নিহত মেঘলা আক্তার

নরসিংদীতে মেঘলা আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে। ঘটনার পর থেকেই তার স্বামী রজু পলাতক রয়েছেন।

নিহত মেঘলা আক্তার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজৈর গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের বালু ব্যবসায়ী ইব্রাহিমের ছেলে রজুর স্ত্রী এবং আনোয়ার হোসেনের মেয়ে। মেঘলার রায়হান (৩) নামে এক শিশু সন্তান রয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ডাংগা ইউনিয়নের কাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, মেঘলার মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তারা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই মেঘলাকে শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। স্বজনদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের নির্যাতনের জের ধরেই মেঘলাকে হত্যা করা হতে পারে বলে তাদের দৃঢ় বিশ্বাস। ঘটনার পর থেকেই তার স্বামী রজু বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছেন, যা সন্দেহ আরও ঘনীভূত করেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।”

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। নিহতের স্বজনদের পক্ষ থেকেও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X